জাতীয়

কোনো সিদ্ধান্তের আগে জাপা নেতাদের কথা শুনবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ ডিসেম্বর, ২০২৩

জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি অথবা ছাড়, যে কোনো সিদ্ধান্তের আগে জাপা নেতাদের কথা শুনবে আওয়ামী লীগ। পরে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান ওবায়দুল কাদের।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বিএনপি। ঐ নাশকতায় জামায়াতকে বিএনপি পাশে চায় বলে আগাম তথ্য আছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপির নাশকতা পরিকল্পনার বিষয়ে এর আগেও এমন আগাম তথ্য সঠিক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads