সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ শনিবার শনিবার। অন্য দিনের মতো আজও কেরানীগঞ্জে অকারণে ঘর থেকে বের হওয়া মানুষ ও যানবাহনের বিরুদ্ধে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে।
এ সময় ৭ জনকে সাতদিন তিনদিনসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ১৫ জনকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ৩ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী ও মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে শাস্তি প্রদান হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, ও কেরানীগঞ্জ মডেল কমিশন( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ও দক্ষিণ থানা পুলিশ ইনচার্জ আবুল কালাম আজাদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ
জানান, লকডাউনের নিয়ম ভঙ্গ করার কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।