কেরানীগঞ্জে ফেন্সিডিলসহ আটক ৫

ফেন্সিডিসহ ৫ ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১০

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

র‌্যাবের অভিযান

কেরানীগঞ্জে ফেন্সিডিলসহ আটক ৫

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০১৯

কেরানীগঞ্জের ডিএমপির বংশাল এলাকা থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব ১০। এ ঘটনায় মহিলাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আজ রবিবার র‌্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্প সিপিসি-২ এর একটি বিশেষ টিমের পরিচালিত বিশেষ অভিযানে এসকল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাব-১০এর সিপিসি-২ কেরানীগঞ্জ কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এ খবর নিশ্চিত করেন।

আটককৃত আসামীরা হলেন: মোঃ হাসান(৪২),মোঃ কামরুল ইসলাম(৪৯), মোঃ বেল্লাল হোসেন (৩৮), মোঃ ছানোয়ার হোসেন (৩৫) ও খায়রুন নেছা (৪৫)।

মেজর সৈয়দ ইমরান হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি চক্র নিয়মিত মাদক দ্রব্য বেচা কেনা করে। আজ রবিবার সকাল থেকে চক্রটি ঐ এলাকায় মাদক দ্রব্যের বেচাকেনা করছিলো। খবর পেয়ে আমি এবং স্কোয়াড কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ বেলা ১২টার দিকে ঐ এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল, মাদক দ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ও নগদ কিছু টাকাসহ ৫ জনকে আটক করি।

তিনি আরো জানান এ ব্যাপারে মাদক আইনে আটকৃতদেও বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads