অপরাধ

কেরানীগঞ্জে স্কুল ছাত্রকে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ পানগাঁও পোর্ট সড়কের পাশে আজিজুল ইসলাম(১৫) নামে এক স্কুল ছাত্রকে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করেছে অটোরিকশা ছিনতাই চক্র। শনিবার দিবাগত রাত ২ টায় অপসোনিন ফার্মাসিটিক্যালসের কারখানার পাশে কলা গাছের ঝোপের ভেতর থেকে নিহত আজিজুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মীরেরবাগ ওরিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
নিহত আজিজুল ইসলাম এর চাচা নজরুল ইসলাম জানান, আজিজুল শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকায় হাজি রূহুল্ল্যাহ সাহের এর বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো। পরিবারের অভাবের কারনে লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন বিকেলে অটোরিকশা চালাত। শনিবার সন্ধ্যায় সে প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হয় তার সাথে রবিউল (১০) নামে একটি ছোট ছেলে ছিল । রবিউলকে মারধর চরথাপ্পড় মেরে চালককে ধরে নিয়ে যায়। রাত ১০টার রবিউল ঘটনা জানালে পরিবার পুলিশকে খবর দেয় তারা ঘটনা স্থলে পৌছে খোজাখুজি করে কলা বাগানের ভিতর লাশ পায়। ছিনতাই চক্র আজিজুলকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে গেছে। পুলিশ ধারনা করছে অটোরিকশা ছিনিয়ে নিতে গলায় কোমরের বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে এই হত্যাকান্ড ঘটিয়েছে। এসআই জহিরুল হক জানান, রাত সোয়া একটায় উদ্ধার করি, লাশ সুরতহাল শেষ করে রাত ২টায় নিহতের লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজিজুলের গ্রামের বাড়ি বাঘের হাট জেলা,মোড়লগঞ্জ থানার গোয়াবাড়িয়া গ্রামে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. শাহ জামান জানান, ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads