মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম ও দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার ( ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে পুলিশ কেরানীগঞ্জের বেগুনবাড়ি, চরকুতুব ও গোলামবাজার এলকায় ছোট বড় ১৫ টি টং ঘর উচ্ছেদ করেন।
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম বলেন, শুভাঢ্যা খালের প্রবাহ নেই। সরকার শুভাঢ্যা খালটি খননের জন্যে উদ্যোগ নিয়েছে। শুভাঢ্যা খালের দুই পাশে ৫৯ টি অবৈধ স্থাপনা রয়েছে। যারা অবৈধ স্থাপনা করেছে তাদেরকে নোটিশ দেয়া হয়েছিল তারা কোন কর্নপাত না করায় আমরা ছোট বড় ১৫ টি টংঘর উচ্ছেদ করেছি। কোন ভাবে খালের দুপাশে অবৈধ স্থাপনা থাকবে না। আমরা সব সময় তদারকি করব। এ অভিযান অব্যহত থাকবে।