কৃত্রিম চাঁদ বানাচ্ছে চীন

আকাশ আলোকিত করতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে চীন

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

কৃত্রিম চাঁদ বানাচ্ছে চীন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ অক্টোবর, ২০১৮

বিজ্ঞানের কল্যাণে প্রকৃতিকে বশ করে অনেক দূর এগিয়েছে মানুষ। যদিও প্রকৃতির প্রয়োজনীয়তা ফুরাবে না কোনো দিন। কিন্তু বিজ্ঞান যে মানুষের হাতে নতুন একটা চাঁদ তুলে দেবে এটা হয়তো কেউ ভাবেনি। এবার ওই ভাবনার চেয়েও কয়েক ধাপ এগিয়ে আকাশে কৃত্রিম চাঁদ স্থাপন করতে যাচ্ছে চীন। আকাশ আলোকিত করতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে দেশটি।

চীনের একটি শহরে উৎক্ষেপণ করা ওই চাঁদ আকাশ থেকে চারপাশের প্রায় ৫০ কিলোমিটার এলাকা আলোকিত করবে। চীনের সংবাদমাধ্যম চায়না ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২০ সালে তথাকথিত আলোকসজ্জা বিষয়ক উপগ্রহ অর্থাৎ সেই চাঁদটি শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংগদু শহরে উৎক্ষেপণের কথা রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ওই অঞ্চলের ওপরে নিক্ষেপ করা এই উপগ্রহটি সত্যিকারের চাঁদের চেয়ে আটগুণ বেশি আলো দেবে।

উল্লেখ্য, ২০১৭ সালে রাশিয়া রাতের আকাশে এমন একটা কিছু উৎক্ষেপণ করার চেষ্টা করেছিল যা চাঁদের পর সবচেয়ে আলোকিত কিছু বলে জানানো হয়েছিল তাদের পক্ষ থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads