কুয়াকাটা পৌর নির্বাচনে অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুয়াকাটা পৌর নির্বাচনে অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর, ২০২০

পটুয়াখালীর কলাপাড়ার পর্যটনকেন্দ্র কুয়াকাটার উন্নয়ন বাধাগ্রস্থ্য করতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে জগ প্রতীক নিয়ে অংশ নেওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার। 

আজ শুক্রবার বেলা ১২টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগে যোগ দিয়েও সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কুয়াকাটা পৌর নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন অখ্যাত প্রচার মাধ্যমে অপপ্রচার করছে নৌকার বিরুদ্ধে। হয়রানী করার জন্য আওয়ামী লীগ ও যুবলীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। 

আনোয়ারকে ভূমিদস্যু আখ্যায়িত করে সংবাদ সম্মলনে মঞ্জু আরও বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে কুয়াকাটার নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে এখন অপ্রচারে লিপ্ত ও টাকা দিয়ে নির্বাচনের শেষ মুহুর্তে ভোট কেনার চেষ্টা করছে। গত নির্বাচনে সে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে নৌকার কাছে পরাজয় বরণ করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাজাহান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড সাইদুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূইয়া প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads