কুষ্টিয়ায় ইটের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

ইটের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুষ্টিয়ায় ইটের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

  • কুষ্টিয়া সদর প্রতিনিধি
  • প্রকাশিত ৮ জানুয়ারি, ২০১৯

কুষ্টিয়ায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া সদর উপজেলার গংগাবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হচ্ছে- গংগাবর কান্দি গ্রামের ইমারুল হক বাবলুর মেয়ে লিজা (৪) ও একই গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে মরিয়ম (৩)।

ওসি রতন শেখ জানান, নিহত শিশুরা প্রতিবেশী ফজলুর রহমানের নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশে বড়ই গাছের নিচে খেলা করছিল। এ সময় নির্মাণাধীন বিল্ডিংয়ের দেয়াল হঠাৎ ধসে শিশুদের গায়ের ওপর পড়ে। এতে ইটের দেয়ালের নিচে চাপা পরে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads