কুলাউড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় ৩ পুলিশসহ মোট ৪ জন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (২৬ অক্টোবর) ভোরে মৌলভীবাজার কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজার সিএনজি পাম্প এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিএনজি চালক আল আমিন (২৫), এএসআই মো. এরশাদ আলী (৩২), কনস্টেবল জাকারিয়া আহমদ (২৫), কনস্টেবল সজল মিয়া (৩০) গুরুতর আহত হন।
আটকৃতরা হলেন, ট্রাক চালক ফখরুল ইসলাম (২৫) ও হেল্পার কামাল হোসেন (২১) কে এবং ট্রাকটি আটক করেছে পুলিশ।
কুলাউড়া থানার এএসআই এরশাদ আলীর নেতৃত্বে রাতের ডিউটি শেষে সিএনজি অটোরিকশা যোগে ভোরে থানায় ফিরছিলেন। ব্রাহ্মণবাজার সিএনজি পাম্প এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পুলিশবাহী সিএনজি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এসময় ঐ চার জন আহত হন।
ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকসাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে কুলাউড়া থানার অন্য একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাকসহ চালক ও হেল্পারকে আটক করা হয়েছে।