কুলাউড়ার সেই মাদ্রাসা সুপার জেল হাজতে!

মাদ্রাসার সুপার মাওঃ আবদুস শহীদ

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

কুলাউড়ার সেই মাদ্রাসা সুপার জেল হাজতে!

  • মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জানুয়ারি, ২০২০

বহুল আলোচিত কুলাউড়া জালালিয়া সিনিয়র মাদ্রাসার সুপার মাওঃ আবদুস শহীদ এখন জেল হাজতে। তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

গত ১৯ আগস্ট ২০১৯ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে এক ছাত্রীর বাবা এ নিয়ে মামলা করলে মামলাটি আদালত পিবিআই কে তদন্তের নির্দেশ দেন। 

দীর্ঘ তদন্তের পর পিবিআই সুপার শহীদকে দোষী সাব্যস্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরই প্রেক্ষিতে আদালত গত ৮ই জানুয়ারী  গ্রেপ্তাররী পরোয়ানা জারি করেন। ১৩ই জানুয়ারী নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালে সুপার আবদুস শহীদ আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এতে মাদ্রাসাসহ এলাকার ভুক্তভোগিরা স্বস্তি প্রকাশ করেন।

এ ব্যাপরে মামলার বাদী নির্যাতিতা ছাত্রীর বাবা গফুর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কুখ্যাত শহীদের আদালতে আটক হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অনেক মেয়ের সর্বনাশকারী বিচারেও দোষী সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। আইনের ফাঁক ফোকরে যাতে বেরিয়ে আসতে না পারে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads