সারা দেশ

কুমিল্লা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের র‌্যালী

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটকোর ময়নামতি রেজিমেন্টে কুমিল্লার আয়োজনে জনসচেতনতামুলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে কুমিল্লা টাউনহল ময়দানে রঙ্গিন বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

উদ্বোধনের পর একটি সুসজ্জিত র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বিএনসিসির ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল সালাউদ্দিন আল মুরাদ জি, রেজিমেন্ট এডজুটেন্ট মোঃ শিব্বির আহমেদ, বিএনসিসি অফিসার মোঃ মনিরুল হক, পিইউও ফরিদা ইয়াছমিন আখিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে করোনা প্রতিরোধে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

এছাড়াও একই অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ এবং বর্তমান ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখার বিষয়ক সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads