কুমিল্লায় ৫৫০০ ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

কুমিল্লায় ৫৫০০ ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৬ মার্চ, ২০২০

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৫ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ হয়েছে। যার আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা। এ সময় শফিকুল ইসলাম (৩৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ইসলাম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হাদাগড়া এলাকার শরিফ হোসেনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১-সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেপ্তার আসামি কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা নিয়ে চাঁদপুর যাচ্ছিলেন। র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। সেই দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা করে এনে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads