কুমিল্লায় সহিংসতায় আহত দিলীপ দাস মারা গেছেন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় সহিংসতায় আহত দিলীপ দাস মারা গেছেন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর, ২০২১

কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় আহত দিলীপ দাস (৬২) চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন।বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাতে মারা যান।১৩অক্টোবর রাজরাজেশ্বরী কালীবাড়ির পূজামণ্ডপের সামনে মাথায় ইটের আঘাত লেগে গুরুতর আহত হন তিনি।পরে তাকে ঢাকায় নেওয়া হয়।

তিনি অভিনয় শিল্পী অধরা প্রিয়ার বাবা।নগরীর গাঙচর এলাকার বাসিন্দা তিনি।

কুমিল্লা মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু বলেন, ঘটনাটি দুঃখজনক।তার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করছি।

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর হোসেন জানান, আহত দিলীপ দাস মারা যাওয়ার বিষয়টি শুনেছি।খোঁজ খবর নিয়ে বিস্তারিত বলা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads