কুমিল্লার মুরাদনগরে একই বাড়ির আটজনসহ বুধবার কুমিল্লায় নতুন করে আরো ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭১ জনে। কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা.নিসর্গ মেরাজ চৌধুরী জানান, মুরাদনগর উপজেলায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই ১০ জনের মধ্যে একই বাড়ির রয়েছে আটজন। আর অপর দুইজন আক্রান্ত হলো নাঙ্গলকোট উপজেলার। ১২ জন আক্রান্তের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী রয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট তিন হাজার ৯৯৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে তিন হাজার ৪৫৩ জনের। এ দিন মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে। ২৪ঘন্টায় সুস্থ হয়েছেন ছয়জন। মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে। 
                                
                                
                                        
                                        
                                        
                                        




