কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ১০ ডাকাত গ্রেফতার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ১০ ডাকাত গ্রেফতার

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি, ২০১৯

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় পুলিশ ১টি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বুধবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল রতনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি’র ওসি নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে।

পুলিশ সুপার আরো জানান, গত বছরের ৪ ডিসেম্বর জেলার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চৌকরী পূর্বপাড়া গ্রামের কাজী অহিদুর রহমানের বাড়িতে ওই ডাকাতরা গৃহকর্তাসহ ৭জনকে কুপিয়ে আহত করে এবং ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এছাড়া সংঘবদ্ধ এ ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি সংঘঠিত করে আসছিল বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল আহসান, সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আম্বিয়া মাহমুদ, সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads