কুমিল্লায় 'বন্দুকযুদ্ধে' নিহত এক

কুমিল্লা ম্যাপ

সারা দেশ

কুমিল্লায় 'বন্দুকযুদ্ধে' নিহত এক

  • কামরুল আহসানকুমিল্লা ও চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ, ২০১৯

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১১ মামলার এক আসামি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর ভাটপাড়া এলাকার এ ঘটনা ঘটে। সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ এতথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম জামাল উদ্দিন ওরফে জাম্বু মিয়া (৩৫) জয়নগর গ্রামের হারিছ মিয়ার ছেলে।

ওসি মামুন আরো জানান, মাদক চোরাকারবারিরা অবস্থান নিয়ে আছে- এমন খবরে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এক পর্যায়ে সেখানে অবস্থানরত মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এরপর গুলিবিদ্ধ জামাল উদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জামালের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই হাজার ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads