কুমিল্লার মামলায় হাইকোর্টে খালেদার জামিন

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

আইন-আদালত

কুমিল্লার মামলায় হাইকোর্টে খালেদার জামিন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে করা আপিল শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ জামিন দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। পরে ড. বশির উল্লাহ বলেন, এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম সামছুল আলম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ১৫ অক্টোবর বিচারিক আদালতের জামিন নামঞ্জুরের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তার আইনজীবীরা। এরপর ২৪ অক্টোবর আপিলটি শুনানির জন্য গৃহীত হয়।

এর আগে গত ১৪ অক্টোবর খালেদা জিয়ার পক্ষে আবেদন যথাযথ হয়নি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আপত্তি দিলে আদালত প্রক্রিয়া অনুসরণ করে আপিল করার নির্দেশ দেন। পরের দিন ১৫ অক্টোবর খালেদা জিয়ার পক্ষে সঠিক প্রক্রিয়ায় আপিল করেন তার আইনজীবীরা।

২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার হায়দারপুল এলাকায় একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২০-দলীয় জোটের স্থানীয় ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads