কী হবে এবার ওয়েলিংটনে

সংগৃহীত ছবি

ক্রিকেট

কী হবে এবার ওয়েলিংটনে

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ মার্চ, ২০২১

প্রথম ম্যাচে গো-হারা। দ্বিতীয় ম্যাচে আশা জাগিয়েও আক্ষেপের হার। সিরিজ খোয়া গেছে টানা দুই হারে। বাকি আছে একটি ম্যাচ। এই একটি ম্যাচ হারলে তামিমদের কপালে জুটবে হোয়াইটওয়াশের লজ্জা। জিতলে এড়ানো যাবে সেই লজ্জা, সঙ্গে হবে নতুন ইতিহাসও।

একটি জয়ের খোঁজে ক্রাইস্টচার্চ ছেড়ে গতকাল ওয়েলিংটন পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখানেই হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

ডানেডিনে প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল খুবই হতাশার। যেখানে টাইগাররা হেরেছিল ৮ উইকেটে। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড জিতেছিল ১৭২ বল হাতে রেখে।

ডানেডিনের দুঃসহ স্মৃতি ক্রাইস্টচার্চে অনেকটা দূর করতে পেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে যেখানে ব্যাট হাতে সামথ্যের পরিচয় দিয়েছিল তামিম ব্রিগেড। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ৬ উইকেটে ২৭১ রান। জয়ের সম্ভাবনা প্রবল ছিল বাংলাদেশের। কিন্তু কিছু ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ে আক্ষেপের হার মানে বাংলাদেশ। নিউজিল্যান্ড জেতে ৫ উইকেটে। টানা দুই ম্যাচ জিতে সিরিজ করায়ত্ত করে নিয়েছে স্বাগতিকরা।

এবার অপেক্ষা তৃতীয় ওয়ানডের জন্য। বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। সেই কাজটি ওয়েলিংটনে কতটা করতে পারবে তামিমরা? তাই দেখার বিষয়। যদিও নিউজিল্যান্ডের মাটিতে জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের।

প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ওয়ানডে থেকে পারফরম্যান্সের উন্নতি আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। সিরিজ হাতছাড়া হলেও এখন ওয়েলিংটনে অন্তত একটি জয়ই কামনা বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলা মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘দল হিসেবে আমরা অবশ্যই অন্তত একটি ম্যাচ জিততে চাই। আমরা মনে করি, যদি অন্তত একটি ম্যাচ জিততে পারি, সেটি হবে আমাদের জন্য বড় সাফল্য। এখনো আমাদের একটি ম্যাচ বাকি। তাই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

তৃতীয় ম্যাচে স্কোয়াডে পরিবর্তনের তেমন কোনো আভাস নেই। অন্যদিকে উইনিং টিম নিয়েই শেষ ম্যাচে খেলতে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads