কিশোরী ফিরল পুরুষ হয়ে স্ত্রী-সন্তান নিয়ে : এলাকায় চাঞ্চল্য

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কিশোরী ফিরল পুরুষ হয়ে স্ত্রী-সন্তান নিয়ে : এলাকায় চাঞ্চল্য

  • মো. জাকির হোসেন,  মাদারীপুর
  • প্রকাশিত ১৪ মার্চ, ২০২০

দীর্ঘ প্রায় ১৫ বছর পর এক কিশোরী পুরুষে রূপান্তরিত অবস্থায় স্ত্রী-সন্তান নিয়ে তার গ্রামের বাড়ি শিবচরে ফিরেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তাকে এক নজর দেখতে প্রতিনিয়ত বাড়িতে শত শত উৎসুক মানুষ ভিড় করছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিলখী ইউপির চরকামারকান্দি গ্রামের সেকান্দার খানের মেয়ে সেরেলা আক্তার হেনা প্রায় ১৫ বছর আগে বাবা মায়ের সাথে গ্রাম ছেড়ে ঢাকায় বসবাস শুরু করে। ঢাকায় থাকাকালীন সে লেখাপড়া করে পল্লী চিকিৎসক কোর্স সম্পন্ন করে। প্রায় ৮ বছর আগে সেরেলা তার নিজের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে। তার মধ্যে পুরুষালি পরিবর্তন দেখে সে চিকিৎসকের শরণাপন্ন হয়। চিকিৎসক তাকে জানায় হরমোনজনিত কারণে এ সমস্যা হয়েছে। ওষুধ খাওয়া শুরু করলেও ধীরে ধীরে সে সম্পূর্ণ একজন পুরুষে রূপান্তরিত হয়ে যায়। এ অবস্থায় সে প্রায় ৫ বছর আগে নাম পরিবর্তন করে সেলিম রেজা নাম নিয়ে এক মেয়েকে বিয়ে করে। বর্তমানে তার বয়স ৩০ বছর। তার ছোট একটি ছেলে রয়েছে। গত প্রায় এক সপ্তাহ আগে সেলিম তার স্ত্রী ও সন্তান নিয়ে  গ্রামের বাড়ি শিবচরের চরকামারকান্দি গ্রামে আসে। তার আসার সংবাদ পেয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। তাকে এক নজর দেখতে প্রতিনিয়ত বিভিন্ন গ্রাম থেকে উৎসুক মানুষ তার বাড়িতে ভীড় করছেন। প্রতিবেশী আসমা বেগম বলেন, সেলিম আগে মেয়ে ছিল। নাম ছিল হেনা। আমাকে নানী বলতো।

প্রতিবেশী আলম খান বলেন, ওরা ঢাকা থাকা অবস্থায় আমার সাথে ফোনে যোগাযোগ করত। ও মেয়ে থেকে পুরুষে রূপান্তর হওয়ার খবর জানিয়ে বলেছিল, চাচা আল্লাহ যেহেতু আমাকে মেয়ে থেকে পুরুষ বানিয়ে দিয়েছেন তাহলে আর ঢাকা থাকব না। গ্রামে এসে প্রয়োজনে দিনমজুরের কাজ করে বাবা-মায়ের ভরণ-পোষণ করব।

পাশের গ্রামের আতাউর রহমান বলেন, একটি মেয়ে ছেলে হয়ে গেছে শুনে তাকে দেখতে এসেছি। তার কণ্ঠ শুধু মেয়ের মতো। চলাফেরা পুরুষের মতোই। আবার তার স্ত্রী ও সন্তান দেখলাম। সত্যিই এটা অবাক করা ব্যাপার। আমার মতো অনেক মানুষ তাকে দেখতে আসছে।

পুরুষে রূপান্তরিত সেলিম রেজা বলেন, আমি মেয়ে হয়েই জন্মগ্রহণ করেছিলাম। তবে যখন থেকে একটু বুঝতে শিখি, তখন লক্ষ্য করতাম অন্য মেয়েদের মতো আমার মেয়েলি পরিবর্তন হচ্ছে না। প্রায় ৮ বছর আগে আমার মধ্যে ব্যাপক পরিবর্তন শুরু হলে চিকিৎসকের কাছে গেলে তারা বলেন এটা হরমোনজনিত সমস্যা। হরমোনজনিত হোক বা যে কোনো রোগের জন্য হোক, সৃষ্টিকর্তা আমাকে মেয়ে থেকে সম্পূর্ণ পুরুষে রূপান্তর করে দিয়েছেন। আমি বিয়ে করেছি। একটি ছেলেও রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads