আবু হাসান শেখ,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে যাচাই বাছাই শেষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে লড়াইয়ে টিকে থাকলো ৭জন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই বাছাই শেষে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত ৮ জন চেয়ারম্যান পদের প্রার্থীর মধ্যে রাশেদুজ্জামান নামে একজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ঋণ খেলাপীর দায়ে এ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা গেছে। ফলে চেয়ারম্যান পদে লড়াইয়ে টিকে থাকলো ৭ জন প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইদুল ইসলাম। এতে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত ২০ জন প্রার্থীর মধ্যে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এসময় কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী সকল প্রার্থী উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদে যে ৭ জন লড়াইয়ে থাকলো তারা হল- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, গাড়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিপ্লব কুমার সরকার, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাহসান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ রশিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী কর আইনজীবি লীগের প্রকাশনা সম্পাদক মোঃ আমিরুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাখিলকৃত সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হল-ভাইস চেয়ারম্যান পদে মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মোজাহার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহিদ ইসলাম সুরুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মোঃ বরকত ই খুদা, মাগুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, আওয়ামী সমর্থক শ্রী ভুবন চন্দ্র মহন্ত, সাবেক ইউপি সদস্য মোঃ মাহবুবর রহমান ও যাদু মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানী, উপজেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপ্না খাতুন, উপজেলা কৃষক লীগ নেত্রী পল্লবী রানী সরকার, বিনা রানী ও মোছাঃ রোকসানা পারভীন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মে: সাইদুল ইসলাম জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জেলার কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করতে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।