কাশ্মিরে ১৪৪ ধারা জারি করে সেনা নামল

ছবি : সংগৃহীত

বিদেশ

বিজেপি নেতা হত্যা

কাশ্মিরে ১৪৪ ধারা জারি করে সেনা নামল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩ নভেম্বর, ২০১৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কিস্তাওয়ারে বিজেপি নেতার হত্যার ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে সেনা মোতায়েন করা হয়েছে। আততায়ীর গুলিতে বিজেপির রাজ্য সভাপতি অনিল পারিহার ও তার ভাই অজিত পারিহারের নিহতের ঘটনাকে কেন্দ্র সেখানে এমন পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানিয়েছে জি নিউজ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কিস্তাওয়ারের বিজেপির রাজ্য সাভাপতি অনিল পারিহার ও তার ভাই অজিত পারিহার নিজেদের বাড়িতে ঢোকার গলির মুখেই আততায়ীর গুলিতে নিহত হন। পুলিসের ধারণা ঘটনাস্থলে আগে থেকেই অপেক্ষা করছিল হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এই খুনের সঙ্গে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এই হামালার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো কিস্তাওয়ার। এ সময় স্থানীয়রা পুলিশের ওপরও চড়াও হয়। এতে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আহত হলে বৃহস্পতিবার মাঝ রাতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরে গতকাল শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা মোতায়ন করা হয় বলে জি নিউজের খবরে বলা হয়। যানবাহন চলাচলের ওপর নজরদারির পাশাপাশি, সাধারণ মানুষের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সেনাবাহিনী। এ ছাড়া যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে বলেও খবরে জানানো হয়।

এদিকে ঘটনার নিন্দা জানিয়েছে বিজেপির সাধারণ সম্পাদক অশোক কৌল। তিনি বলেন, এই ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দাজনক। ঘটনায় জড়িতদের যতদ্রুত সম্ভব গ্রেফতার করা উচিত। ঘটনার নিন্দা করা হয়েছে সিপিএমএললের পক্ষ থেকেও। রাজ্য কংগ্রেসের সভাপতি গোলাম আহমেদ মীর ওই ঘটনাকে নৃশংস বলে নিন্দা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়, ওই ঘটনা দেখিয়ে দেয় রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।

এদিকে, বৃহস্পতিবারই উত্তর কাশ্মিরের হান্দওয়াড়ার সাগিপোরা এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক জঙ্গিকে নিহত হয় বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে। জানা যায়, ওই এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে ২২ আরআর এবং এসওজি-র যৌথবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads