গতকাল রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমান ও উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম এর সাহসী ভূমিকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে ২২ হাজার মিটার জাল ও প্রায় ১মন ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল পোড়ানো এবং মাছ এতীমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আটককৃত জেলেদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট শাহ মোঃ সজিব ১৪ জনকে এবং কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদিয়া ইসলাম লুনা ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেন। এ বিষয়ে জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমান বলেন, নিষিদ্ধ সময়ে যারা ইলিশ শিকার করে তারা দেশ ও জাতির শত্রু। মা ইলিশ রক্ষায় সকলের সহযোগীতায় এ অভিযান অব্যাহত রেখে অভিযান সমাপ্ত করতে পারবো বলে আশা করি।