রাজবাড়ীর কালুখালীতে পদ্মা নদীতে শুক্রবার নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার দায়ে ৬ জেলেকে আটক করা হয়। অভিযানের ২০তম দিনে উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম এর সাহসী ভূমিকায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সহযোগীতায় এ অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ১মন ইলিশ জব্দ করা হয়। পরে জাল পোড়ানো ও মাছ এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম বলেন, ‘এ অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযানের আর মাত্র ২ দিন বাঁকি আছে এ সময়ে সকলকে মা ইলিশ শিকার না করতে সকলের প্রতি আহবান জানাই’।