কালীগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভার একাংশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালীগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ। আজ শনিবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ (অপরাধ) সুপার গোলাম সবুর। থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাসের পরিচালনায় এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আনন্দ চন্দ্র দাস, প্রণয় কুমার দাস, ননী মাদব বিশ্বাস, বৃন্দাবন দাস, আলেক ছেড়াও, সুবাস চন্দ্র বড়াল, হরি চন্দ্র মন্ডল, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।

এ সময় উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads