গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের মোল্লাপাড়া মোড় থেকে সাত্তার টেক্সটাইল লিমিটেডের গেট পর্যন্ত সড়ক সংস্কারেরর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খাত্তাব মোল্লা, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাফফার মোল্লা, ওই ওয়ার্ডের মহল্ললা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোবারক মোল্লা, প্রচার সম্পাদক তোফাজ্জল খানসহ আরো অনেকে।
এ সময় বক্তারা জানান, মোল্লা মোড় থেকে সাত্তার টেক্সটাইল লিমিটেডের গেইট পর্যন্ত রাস্তাটি ৪-৫ বছর আগে কার্পেটিং করা হয়। কিন্তু গত দুই বছর ধরে কার্পেটিং উঠে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে ওই সড়কে চলাচলরত শিল্পকারখার শ্রমিকসহ হাজার হাজার লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা অতি দ্রুত ওই রাস্তাটি সংস্কার করার দাবি জানান।এছাড়াও তারা পৌরসভার বিভিন্ন বেহাল সড়ক সংস্কারের দাবি জানান।