গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সফিপুর-বড়ই বাড়ী রোডের বাগাম্বর এলাকায় আনন্দ পার্ক রিসোর্টে বুধবার বেলা ১১টার দিকে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকায় রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে ১৪ জন নারী ও পুরুষকে আটক করেছে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশ।
আটককৃতরা হচ্ছেন- টাঙ্গাইল মির্জাপুর থানার গোড়াই এলাকার চাঁন মিয়ার ছেলে হারুন-অর-রশিদ (৩৮), টাংগাইল জেলার মির্জাপুর থানার হাটুভাঙ্গা এলাকার মিয়ার মেয়ে আফসানা (২৯), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪০), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই এলাকার আলাল মিয়ার মেয়ে আলিয়া (২৫), খুলনা জেলার তেরখাদা বসুন্ধরাতলা মৃত. রুহুল আমিনের মেয়ে মোসা. লায়লা বেগম (২৫), বগুড়া জেলার আমবাড়িয়া থানার ফজলুল হকের মেয়ে মোসা. ফেন্সি বেগম, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সোহাগ পাড়া গ্রামের আশিকের স্ত্রী সুমনা (২৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার তালুকানুপুর গ্রামের মৃত. আনারুলের মেয়ে মোসাম্মৎ সাহেদা (২৫), দিনাজপুর জেলার ফুলবাড়িয়া থানার সুজাপুর গ্রামের গফুর মিয়ার ছেলে মিলন (৩০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কালকাপুর গ্রামের মোহাম্মদ তাজউদ্দীন আহম্মদের ছেলে সিরাজুল ইসলাম (২৬), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই সোহাগ পাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আশিকুর রহমান (২৭), গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানা নওশের মার্কেট এলাকার মৃত. আলী মোল্লার ছেলে ইসমাইল (৪২), ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার ইলিয়াস আলীর ছেলে ইসলাম হোসেন(৩০),দিনাজপুর জেলার ফুলবাড়িয়া থানার চোরাইট গ্রামের মাহফুজ রহমানের স্ত্রী নাসরিন বেগম (২৪)।
তবে আনন্দ পার্ক রিসোর্টের গেটের বাহিরে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক জন এলাকাবাসী জানায়,আনন্দ পার্ক রিসোর্টসহ কালিয়াকৈরে অবস্থিত অধিকাংশ রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চলে আসছে দীর্ঘদিন যাবত। মাঝে মধ্যে পুলিশ অভিযান পরিচালনা করলেও পূনরায় এসব রিসোর্টে চলে অসামাজিক কার্যকলাপ। এ রিসোর্টের সঙ্গেই রয়েছে একটি স্কুল।
কালিয়াকৈর থানাধীন, মৌচাক ফাঁড়ি ইনচার্জ (আইসি) পুলিশ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আনর্ন্দ পার্ক রিসোর্টে অসামজি কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধতন কর্মকর্তার নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে রিসোর্টের ভেতরের বিভিন্ন কক্ষ থেকে অসামজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৪ জন নারী ও পুরুষ আটক করা হয়।