কালিহাতীতে এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌর শহর এলেঙ্গাতে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

ছবি : কালিহাতি প্রতিনিধি

ব্যাংক

কালিহাতীতে এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ২২ অক্টোবর, ২০১৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌর শহর এলেঙ্গাতে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে এ এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাচ্ বাংলা ব্যাংকের  এজেন্ট ব্যাংকিং টাঙ্গাইলের এরিয়া ম্যানেজার গোলাম কিবরিয়া, এলেঙ্গা বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, এজেন্ট আকমুদা পারভীন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads