কালকিনিতে অপহৃত দুই শিশু উদ্ধার, আটক ৩

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালকিনিতে অপহৃত দুই শিশু উদ্ধার, আটক ৩

  • কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০১৯

মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর গ্রাম থেকে অপহরণের ৬ঘন্টা পর দুই শিশু আদনান ও জোনায়েতকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। এসময় ৩ অপহরনকারী জব্বার সিকদার, তার ছেলে সজিব ও আবদুল্লাহকে আটক করা হয়। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে কালকিনির আন্ডারচর দাখিল মাদ্রাসার মাঠ থেকে অপহরণ করা হলে পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টায় বরিশালের মুলাদির পাতারচর গ্রাম থেকে তাদের উদ্ধার করে।

জানা যায়, কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার বড়চর কয়ারিয়া গ্রামের ইতালি প্রবাসী আসাদুজ্জামান চৌধুরির শিশু পুত্র আদনান তার মামা বাড়ি আন্ডারচর গ্রামে বেড়াতে আসলে তাকে ঘুরতে নেয়ার কথা বলে কৌশলে অপহরণ করা হয়। কিন্তু এসময় তার খেলার সঙ্গী জোনায়েত দেখে ফেললে তাকেও অপহরণ করা হয়। পরে রাতে অপহরণকারীরা ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে শিশুর পরিবার তাৎক্ষনিক কালকিনি থানায় সাধারন ডায়েরী করে। পুলিশ মোবাইলের কল ট্র্যাকিং করে বরিশালের মুলাদির পাতারচর গ্রাম থেকে অপহরণকারী সজিবের খালু নাসির উদ্দিনের ঘর থেকে শিশু ২টিকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করে।

কালকিনি থানার ওসি মোঃ নাসিরউদ্দিন মৃধা জানান, অপহৃত দুই শিশুকে আমরা উদ্ধার করেছি। এ বিষয় মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads