কাবুলে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২১

দুই দফায় ওই বোমা হামলা চালানো হয়

ছবি : ইন্টারনেট

এশিয়া

কাবুলে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৬ সেপ্টেম্বর, ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। একটি রেসলিং ক্লাবে বুধবার ওই বোমা হামলার ঘটনা ঘটে। দুই দফায় ওই বোমা হামলা চালানো হয়। প্রথমে এক আত্মঘাতী বোমারুর হামলায় চার জন নিহত হন। এরপর হতাহতদের উদ্ধারের সময় ঘটনাস্থলে গাড়ি চালিয়ে এসে আরেক আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায় বলে জানায় বিবিসি।

আক্রান্ত ক্লাবটি নগরীর শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত। এই এলাকাটিতে দেশটির হাজারা সম্প্রদায়ের অনেক লোক বসবাস করে। ওই বোমা হামলায় নিহতদের মধ্যে টোলো নিউজ চ্যানেলের দুই সাংবাদিকও আছেন। এ সময় আহত হন আরো চার সাংবাদিক।

এক টুইটে টোলোর প্রধান লুৎফুল্লাহ নাজাফিজাদা জানান, গণমাধ্যমটি তাদের সেরা সাংবাদিকদের মধ্যে দুজনকে হারিয়েছে। নিহত দুই সাংবাদিকের নাম সামিম ফারামার্জ ও রামিজ আহমাদি বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাজাফিজাদা।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে কাবুলের এই দাস্ত-ই-বার্চি এলাকায় একই ধরনের হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads