মোহনগঞ্জে এক বাল্য বিয়েতে অতিরিক্ত কাবিন নির্ধারণ করায় ক্ষোভে আত্মহত্যা করেছে আলমঙ্গীর (২৭) নামে এক যুবক।
সোমবার রাতে উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের রতিয়ারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ওসি শওকত আলী বিষয়টি নিশ্চিত করেন।
জানাগেছে, উপজেলার রতিয়ারকোনার আব্দুর রাজ্জাকের ছেলে আলমঙ্গীর এর সাথে বারহ্ট্টাা উপজেলার বাউশি গ্রামের সাইফুল মিয়ার মেয়ে বাউশি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী লিপি আক্তারের বিয়ে হয়। সোমবার মেয়ের পিত্রালয়ে বিয়ে পড়ানোর সময় ১০ লাখ টাকার কাবিন দাবি করে কনে পক্ষ, বিপরীতে এক লাখ টাকার কাবিন দিতে রাজি হয় বরপক্ষ। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সাড়ে পাঁচ লাখ টাকার কাবিন দিতে বাধ্য হয় বরপক্ষ। বিয়ে শেষে বউ নিয়ে বাড়ি ফিরে ক্ষোভে মধ্যরাতে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে বর আলমঙ্গীর।
বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি শওকত আলী জানান , এ ঘটনায় মোহনগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।