কাছিমের বিরল কাণ্ড!

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কাছিমের বিরল কাণ্ড!

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২২

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৈকতে দিনের বেলায়ও ডিম দিতে উঠে এলো এক সামুদ্রিক কাছিম। গত শনিবার দুপুরের রোদে কাছিমটি উঠেই ঝটপট বালিতে গর্ত খুঁড়ে ডিম দিতে বসে যায়। ঘণ্টা দুয়েকের মধ্যে ডিম দিয়ে ফের নিরাপদে সাগরে ফিরে যায় প্রাণীটি। দিনের বেলায় ডিম পাড়ার জন্য কাছিমের উঠে আসার বিষয়টি ‘বিরল’ বলে মনে করছেন পরিবেশবাদীরা। অথচ দীর্ঘকাল ধরে রাতের বেলায়ও প্রতিকূল পরিস্থিতির কারণে কাছিম ডিম পাড়তে দ্বীপে উঠতে পারছিল না। সেখানে এমন দিনের বেলায়ও কাছিমটির দ্বীপের সৈকতে উঠে আসার ঘটনাটি রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। এমন ঘটনা সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় সমপ্রতি প্রশাসনিক হস্তক্ষেপের কারণে হয়েছে বলে মনে করছেন অনেকে।

পরিবেশ অধিদপ্তর বেশ কয়েক বছর ধরে দ্বীপের কাছিম সংরক্ষণের কাজ করে আসছে। একাজে নিয়োজিত রয়েছেন দ্বীপের বাসিন্দা আজিজুর রহমান। কাছিমের আনাগোনা লক্ষ রেখে ডিম সংগ্রহ করে হ্যাচারিতে সংরক্ষণ করাই তার কাজ। আজিজুর রহমান জানান, তিনি গত ১২ বছর ধরে পরিবেশ অধিদপ্তরের কর্মী হয়ে কাছিমের ডিম সংগ্রহের কাজে নিয়োজিত। এর আগে দিনের বেলায় কাছিম ডিম পাড়তে উঠে আসার ঘটনা আর দেখেননি।

কক্সবাজার মেরিন ড্রাইভের ইউএসএইডের সহায়তায় পরিচালিত কাছিম সংরক্ষণের প্রতিষ্ঠান নেকম এর কর্মী আবদুল লতিফ বলেন, দিনের বেলায় দেওয়া ডিম সূর্যের আলোতে নষ্ট হয়ে যায়। তাই দিনে ডিম দিলেও এগুলো রাতের বেলায় সংগ্রহ করে হ্যাচারিতে নেওয়া হয়। সেন্টমার্টিনে গত শনিবার পাড়া ডিমগুলো রাত পৌনে ৮টার দিকে সংগ্রহ করা হয়েছে। যার সংখ্যা ১০৮টি।

দ্বীপের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আজহারুল ইসলাম বলেন, কাছিম কেবল রাতের বেলায় উঠে আসে। তবে পূর্ণিমা এবং অমাবশ্যার রাতে উঠে না। কিন্তু দিনের বেলায় কাছিম ডিম দিতে উঠে আসার ঘটনা গত ২৬ বছরের চাকরি জীবনে এই প্রথম দেখলাম। তবে এক দশক আগেও দ্বীপে যখন রিসোর্টের সংখ্যা কম ছিল এবং লোকসমাগম হতো কম তখন কাছিম দিনের বেলায়ও নাকি উঠে ডিম দিত। এখন এ রকম ঘটনা বিরল হলেও সেন্টমার্টিন দ্বীপটির জন্য অত্যন্ত ইতিবাচক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads