কাচঁপুর দ্বিতীয় সেতুর উদ্বোধন, যান চলাচল শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

কাচঁপুর দ্বিতীয় সেতুর উদ্বোধন, যান চলাচল শুরু

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০১৯

নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতু চালুর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট যেতে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে, কমবে জনদুর্ভোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রমূখ।

ঈদসহ যেকোনো ছুটিতেই ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেগে থাকতো বিশাল যানজট। দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণের ফলে এই যানজট অনেকটাই কমে আসবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। এর মধ্যে রোজার ঈদের আগেই মেঘনা সেতু চালু হবে বলে জানানো হয়েছে। যদি এটি হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট একেবারেই থাকবে না বলে জানিয়েছেন অনেকে।

সেতুর যানবাহন চালু হওয়ার পর এই পথে চলাচলরত শ্যামলী পরিবহনের চালক আজগর বলেন, ‘সেতু তো অনেক বড় কইরা বানাইসে। এখন আর জ্যাম থাকবো না মনে হয়। গাড়ি চালাইয়া মজা পামু।’

জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্যা তাসনিম হোসেন জানান, গত দু’দিনও অনেক যানজট ছিল। এই সেতু উদ্বোধনের ফলে যানজট অনেকাংশেই কমে আসবে। সেতুতে যানবাহন চলাচল করছে।

বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে নির্মিত ৩৯৭ দশমিক ৩ মিটার দৈর্ঘ্যের চার লেনবিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯৫০ কোটি টাকা। আগের কাঁচপুর সেতুর সমান উচ্চতায় এই সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। বাংলাদেশে এই প্রথম এমন প্রযুক্তি ব্যবহার করে সেতুটি নির্মাণ করা হয়েছে।

আগের কাঁচপুর সেতু পুনর্বাসনের ফলে এর আয়ুষ্কাল নির্ধারিত ৫০ বছর মেয়াদের সঙ্গে আরও ৪০ বছর বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads