কাউকে কষ্ট দিয়ে কর নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাণিজ্যিক সংগঠন ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের চাহিদা বেড়েছে। দেশের উন্নয়নে আমাদের রাজস্ব আহরণ বাড়াতে হবে। ব্যাংক ঋণে সুদের হার কমানো হবে, এটা না করলে ব্যবসা কঠিন হয়ে যাবে।
তিনি বলেন, পুঁজিবাজারে তিন ধাপে কর কাটা হয়। এভাবে কয়েক ধাপে না কেটে একবারে কর কাটা হবে। এছাড়া পুঁজিবাজারের উন্নয়নে সবকিছু করা হবে।’
মুস্তফা কামাল বলেন, ‘আমরা রাজস্ব বোর্ডের ওপরে করের লক্ষ্যমাত্রা বসিয়ে দেব না। তারা কী পরিমাণ কর আদায় করবে সেটা আমাদের জানাবে। ৪৯২টি উপজেলায় কর অফিস হবে।’
‘রাজস্ব আদায় বাড়াতে জনবল বৃদ্ধিসহ আধুনিকায়ন করা হবে এনবিআর। করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো হবে। পাশাপাশি খেলাপি ঋণ কমানো হবে। এটা না করলে ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়বে,’ যোগ করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঋণ খেলাপি সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন বাণিজ্য ও ব্যবসায়ীক সংগঠনের প্রতিনিধিরা।