রাজধানীর বাংলামোটর সংলগ্ন কাঁঠালবাগানের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ঘণ্টাখানেক পরেই তা নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, রোববার বেলা বারোটার দিকে রাজধানীর বাংলামোটরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির চারতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছিল।
তিনি আরো বলেন, ঘণ্টাখানেকের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে তাও নিশ্চিত হওয়া যায়নি।





