রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নেরই গ্রাম বিরতুল। যে গ্রামটি বিষমুক্ত সবজি চাষের জন্য বিখ্যাত। বিশেষ করে খরিফ মৌসুমে এ গ্রামের প্রধান সবজি কাঁকরোল। তাই গ্রামটি এখন কাঁকরোলের গ্রামে পরিণত হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই কাঁকরোল বিদেশেও রফতানি হচ্ছে। আর এই কাঁকরোল চাষে স্থানীয় চাষিরা ব্যবহার করছে সেক্স ফেরোমন ফাঁদ। যা ব্যবহার করে চাষিরা বিষমুক্ত সবজি উৎপাদনে আগ্রহী হয়ে উঠছে। দিন যত যাচ্ছে স্থানীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে এই ফাঁদের জনপ্রিয়তাও।
সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, কাঁকরোল চাষে স্থানীয় চাষিরা ব্যাপক হারে ‘সেক্স ফেরোমন ফাঁদ’ ব্যবহার করছেন। ওই গ্রামের কাঁকরোল চাষি নিহার চন্দ্র দাস বলেন, খরিফ মৌসুমে আমাদের প্রধান ফসল কাঁকরোল। এমনকি দেশের চৌহদ্দি পেরিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাঁকরোল রফতানিও করা হচ্ছে। তিনি জানান, গত বছর ৪০ শতাংশ জমিতে কাঁকরোল চাষ করি। এ বছর এক একর জমিতে কাঁকরোল চাষ করেছি। যেহেতু আমাদের কাঁকরোল বিদেশে যাচ্ছে তাই কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা কীটনাশক ব্যবহার না করে জৈবসার ও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন। এতে যেমন উৎপাদন খরচ কমছে, সেই সঙ্গে বিষমুক্ত সবজির চাহিদাও বাড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির সিদ্দিকী বলেন, কুমড়া জাতীয় সবজিতে মাছি পোকার আক্রমণ বেশি দেখা যায়। স্ত্রী মাছি পোকা কচি সবজিতে অভিপজিটর ফুটিয়ে ভেতরে ডিম পাড়ে, যা থেকে পরবর্তী সময়ে কীড়া হয় এবং ফল পচে যায়। তাই এ পোকা দমনে বাইরে থেকে কীটনাশক স্প্রে করে খুব একটা কাজ হয় না। বরং কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশ দূষণের পাশাপাশি পরিবেশে বিদ্যমান উপকারী পোকাও মারা যাচ্ছে।
তিনি বলেন, কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমনের একটি কার্যকর পদ্ধতি হচ্ছে ‘সেক্স ফেরোমন ফাঁদ’ ব্যবহার করা। সেক্স ফেরোমন ফাঁদে স্ত্রী পোকার গন্ধযুক্ত একটি লিউর প্লাস্টিকের বয়ামে ব্যবহার করা হয়। চাষিরা যাকে তাবিজ বলে থাকেন। এ লিউরের গন্ধে পুরুষ পোকা ফাঁদের ভেতর প্রবেশ করে ওড়াউড়ি করতে থাকে এবং প্লাস্টিকের বয়ামে বাধা পেয়ে পাখায় আঘাত পেয়ে নিচে পড়ে যায়। বয়ামের নিচে যেহেতু সাবান গুঁড়া পানি ব্যবহার করা হয়, তাই পোকা আর উড়তে পারে না এবং ফাঁদে পড়ে মারা যায়। বয়ামের ভেতরে ব্যবহূত ফেরোমন লিউরের দাম ৩০-৩৫ টাকা এবং বয়ামের দাম ৩০-৩৫ টাকা, প্লাস্টিক বয়াম বা বোতল কেটেও ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আলাদা করে বয়াম কেনার দরকার নেই। এক বিঘা জমিতে ১২-১৩টি সেক্স ফেরোমন ফাঁদ প্রয়োজন হয়। একটি লিউর এক মৌসুম ব্যবহার করা যায়।