কসবায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারকে সাহায্য প্রদান

ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে টাকা-ঢেউটিন প্রদান করছেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কসবায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারকে সাহায্য প্রদান

  • প্রকাশিত ১০ ডিসেম্বর, ২০১৮

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চান্দখলা গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৮১ হাজার টাকা ও ২৭ ভান্ডেল ঢেউটিন প্রদান করেন। এ সময় বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত রোববার বিকেলে বায়েক ইউনিয়নের চান্দখলা গ্রামে এর বাড়িতে রান্নাঘরে চুলা থেকে আগুন লেগে মো. মনির হোসেন সরকার, কবির হোসেন, মো. বশির মিয়া, নুসরাত জাহান, মো. শাহাদাত হোসেন সরকার, তৌহিদ হোসেন, সানজিদা বেগম ও পারভিন আক্তারের বাড়ি-ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads