নেত্রকোনা জেলার কলমাকান্দায় গতকাল সোমবার দিবাগত রাতে জেলা স্বেচ্ছাসেবক ও উপজেলা ছাত্রদলে'র নেতাসহ তিনজনকে নিজ বাড়ী থেকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও পোগলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. মাসুদ পারভেজ (৩৮), উপজেলা ছাত্রদলে'র নেতা মো. শফিকুল ইসলাম (২৮) ও পোগলা ইউনিয়ন সুতার পারুয়ার আবু চাঁনের ছেলে মটরগাড়ি চালক মো. মানিক মিয়া (৩০)।
এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আটককৃতদের আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।