নেত্রকোনার কলমাকান্দায় নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামে প্রায় দুই যুগ আগে নির্মিত সেতুর সংস্কার ও সংযোগ সড়ক না থাকায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। এতে চরম ভোগান্তির মুখে পড়েছে শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
আজ শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার নাজিরপুর-পাঁচকাঠা থেকে এই সড়কে ১২টি গ্রামের লোকজনের সুবিধার্থে এই সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সেতুটি নির্মাণের পর আজ পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সেতুটির দুই পাশে মাটি না থাকায় কাঠ ও বাঁশ দিয়ে তৈরি মই দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুটির উপর দিয়ে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন চলাচল করে।
শিবনগর কান্দাপাড়া মাদ্রাসার সুপার লুৎফুর রহমান বলেন, এই ঝুঁকিপূর্ণ সেতুটিকে অতিদ্রত সংস্কারের উদ্যোগ নিয়ে শিক্ষার্থীসহ হাজারো গ্রামবাসীর দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল কুদ্দুছ বাবুল বলেন, কুট্টাকান্দা সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার যোগাযোগ করলেও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।