কলমাকান্দায় ভুল চিকিৎসায় মায়ের গর্ভেই শিশুর মৃত্যুর অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় ভুল চিকিৎসায় মায়ের গর্ভেই শিশুর মৃত্যুর অভিযোগ

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩ নভেম্বর, ২০১৯

নেত্রকোণার কলমাকান্দায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় মায়ের গর্ভেই শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রোববার ভোরে অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের গর্ভ থেকে মৃত নবজাতক বের করা হয়। বর্তমানে ঝর্ণা আক্তার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ঘটনাটি ঘটে উপজেলার রংছাতী ইউনিয়নের তেরতোপা গ্রামে। গর্ভবতী মা ঝর্ণা আক্তার (২৮) ওই গ্রামের দিনমজুর জালাল মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার ঝর্ণার প্রসব বেদনা শুরু হলে ওই ইউনিয়নের  পাঁচগাও বাজারে রিয়া মেডিকেল হলের পল্লী চিকিৎসক নাজিম উদ্দিনকে খবর দেন এক ধাত্রী। পরে নাজিম উদ্দিন এসে ডেলিভারি জন্য দুটি ইনজেকশন ও একটি স্যালাইন পুশ করেন। ওই সময় ঝর্ণার অবস্থা আরো খারাপ হতে থাকে।

পরে  কলমাকান্দা সদরের শনিবার সন্ধ্যায় সরোয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। ওই রিপোর্টে   নয় মাসের নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডা. আশেক উল্লাহ খান। তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভুল চিকিৎসায় মায়ের গর্ভে  শিশুর মৃত্যু হয়েছে। এরপর ঝর্ণাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকের আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় ঝর্ণা আক্তারের আল্ট্রাসনোগ্রাম করানো হয়। ওই রিপোর্টে দেখা গেছে, নয় মাসের নবজাতক গর্ভেই মারা গেছে। এরপর শারীরিক অবস্থার আরো অবনতি হলে ওই রাতেই ঝর্ণাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত পল্লী চিকিৎসক নাজিম উদ্দিন চিকিৎসা দেওয়ার বিষয়টি স্বীকার করেন বলেন, কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি। আমিই ঝর্ণাকে কলমাকান্দা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads