নেত্রকোনা জেলার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নে আজ শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে।
উপজেলার গারামপাড়া শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্প (সিডিএসপি) অফিস মিলনায়তনে প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সভাপতি পাষ্টার কাইন্ডি দাজেলের সভাপতিত্বে পপি দাজেলের সঞ্চলনায় সভায় প্রাক-বড়দিনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রোগ্রাম ম্যানেজার এলিসন ঘাগ্রা।
অন্যদের মধ্যে উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু, যুগান্তর প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস, সাংবাদিক রীনা হায়াৎ, মো. রিপন মিয়া, ইউপি সদস্য মো.আতাউল গণি ও সমাজ উন্নয়ন কর্মী ডা. মো. আলী আকবর প্রমুখ।