নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় নব-নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা মাল্টিপারপাস কাম অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রসাশনের আয়োজনে উন্নয়ন এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের (কলমাকান্দা- দুর্গাপুর নির্বাচনী এলাকার) সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি মানু মজুমদার ।
মতবিনিময় সভায় মানু মজুমদার এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। বাংলাদেশ এখন বিশ্বনন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযোদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা গড়ব ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত মুক্তিযোদ্ধের বাংলাদেশ।
তিনি বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় আমি আপনাদের মাধ্যমে সর্ব শ্রেণী পেশার মানুষকে অভিনন্দন জানাই। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে আপনাদের সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি উন্নয়নকে আরও সমৃদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। এ অঞ্চলকে আমি গড়ে তুলব শান্তিময়, সুন্দর উন্নয়নের রোল মডেল।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ফারুক হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো.ফখরুল ইসলাম ফিরোজ , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক তালুকদার, উপজেলা আ.লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন আজাদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. রফিকুজ্জামান খোকন,জেলা পরিষদ সদস্য ইদ্রীস আলী তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ওসি মোঃ মাজহারুল করিম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ , উপজেলা যুবলীগ সভাপতি এডভোকেট মোঃ মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান একেএম হাদিউজ্জামান হাদিস, প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, যুব মহিলালীগ সভানেত্রী শরিফা আক্তার সাথী ও সাধারণ সম্পাদক রিক্তা সরকারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী ,সামাজিক,সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।