নেত্রকোনার কলমাকান্দায় প্রায় কোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ পাচারকারী চক্রের তিন জনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কলাবড়ী গ্রামের প্রেমাচাদ বারইের পুত্র পরিতোষ বারই (৪৮) ও একই গ্রামের মৃত রামলাল রায়ের পুত্র সূর্যকান্ত রায় (৬৭) এবং একই উপজেলার কনইয়ের ভিটা গ্রামের মৃত হরকান্ত বারইের পুত্র শহোদেব বারই (৩৩)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী খারনৈ ইউনিয়নের ভাষানকুঁড়া এলাকায় ওসি মো. মাজহারুল করিম নেতৃত্বে এস,আই এস,এম তরিকুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে তক্ষক পাচারকারী চক্রের ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। এসময় তাদের কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি তক্ষক জব্দ করা হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের নামে পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি নন-এফআইআর মামলা দায়ের করেছেন। ওই দিন জব্দকৃত তক্ষকসহ আটকৃতদের নেত্রকোনা জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।