কলমাকান্দায় উদযাপিত হচ্ছে বিজয় দিবস

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় উদযাপিত হচ্ছে বিজয় দিবস

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর, ২০১৯

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় আজ সোমবার কলমাকান্দায় উদযাপিত হচ্ছে বিজয় দিবস। 

আজ সোমবার বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

পরে  উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন দলের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পাশপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিরোধ যোদ্ধা পরিষদের সাধারণ সম্পাদক মানু মজুমদার  বলেন, ‘এগিয়ে যাওয়ার বাংলাদেশ। সমৃদ্ধির বাংলাদেশকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না। নতুন প্রজন্ম চায় উন্নত বাংলাদেশ সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস জানান, দেশকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ মুক্ত রাখবো। উন্নত বাংলাদেশের নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠে সেই প্রচেষ্টা গ্রহণ করা হবে।

বিজয় দিবস উপলক্ষ্যে কলমাকান্দায় শেখ রাসেল  মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়া অনুষ্ঠিত হয়েছে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে পদর্শন করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads