নেত্রকোণার কলমাকান্দায় এক মাদককারবারিকে ১৪৪ পিচ ইয়াবাসহ আটক করেছে– বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর ) সন্ধ্যায় উপজেলার লেংঙ্গুরা সীমান্তবর্তী কালাচাঁন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সিরাজুল ইসলাম (৪০) নেত্রকোণার জেলার কেন্দুয়া উপজেলার রুয়েলবাড়ী ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত ওয়াহেদ আলির ছেলে।
৩১-বর্ডার গার্ড ব্যাটলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেংঙ্গুরা বিওপি সুবেদার মো. আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল বিওপি'র নায়েব সুবেদার মো. শহীদুল ইসলামের নেতৃত্বে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সীমান্তবর্তী কালাচাঁন মোড় এলাকায় থেকে ১৪৪ পিচ ইয়াবাসহসহ এক মাদক কারবারীকে আটক করা হয়। পরে ওই রাতে কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করে আটককৃতকে সোর্পদ করেছেন।





