নেত্রকোনার কলমাকান্দায় সোমবার উপ-নির্বাচনে বিজয়ী এক সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শপথ গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন তার কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করিয়েছেন।
জানা যায়, উপজেলার লেংগুরা ইউনিয়নের ৩ (৭,৮, ও ৯) নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য কুমকুম নকরেক পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় ওই আসন শূন্য হয়। পরে গত ২৫ জুলাই ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে (হেলিকপ্টার) প্রতীক নিয়ে মনোয়ারা খাতুন বিজয়ী হন।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





