কলমাকান্দায় অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জানুয়ারি, ২০২০

নেত্রকোনার কলমাকান্দায খারনৈ ইউপি'র প্রাক্তণ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চাঁন মিয়া দেওয়ানী এর নামে সম্প্রতি একটি টিভি চ্যানেলে অপপ্রচার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় সর্বস্তরের জনতা ও ইউপি আওয়ামী লীগ এবং মাদ্রাসা শিক্ষকদের উদ্যোগে উপজেলার খারনৈ ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকার দেওয়ানী মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিলোত্তর সমাবেশে বক্তাগণ কথিত অপপ্রচারকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করে দেশের প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও মধুকুড়া গ্রামের যুবক জনৈক রফিক ও মাদকব্যবসায়ী ও মাদকসেবী তাইজুলের বরাতে প্রাক্তণ চেয়ারম্যান চাঁন মিয়া দেওয়ানী এর নামে সম্প্রতি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রত্যাহারের দাবি জানিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে ইউপির আওয়ামী লীগের সভাপতি মো.আমিন শেখ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, রংছাতি ইউপির আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা মুক্তিযোদ্ধা উৎপল সাংমা, উপজেলার প্রাক্তণ ছাত্র নেতা মো. মোস্তাফিজুর রহমান চয়নসহ ইউনিয়নের দল-মত নির্বিশেষে হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads