কলমাকান্দায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ডিসেম্বর, ২০১৮

নেত্রকোনা জেলায় কলমাকান্দায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ঠাকুরাকোনা-কলমাকান্দা (সওজ) সড়কের পাশে বাবনী এলাকায় ওই যুবকের লাশ পাওয়া যায়।

এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩/ ৪ দিন আগে তাকে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়। পরে লাশটিকে একটি চটের বস্তায় ভরে ঘটনাস্থলে ফেলে রাখে। সড়কের পাশে দুর্গন্ধ ছড়ালে স্থানীয লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে লাশ থানায় নিয়ে আসা হয়। লাশের সুরতহাল শেষে আজ বুধবার ময়না তদন্তের জন্য নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads