চট্টগ্রামের কর্ণফুলীতে (পিএবি) সড়কে দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী (৬৫) নিহত হয়েছেন।
আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার শাহমীরপুরের আপেল টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, ভোরের দিকে আমরা নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
নিহতের নাম বা পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি দুলাল মাহমুদ।