ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত তেহরান। আর্মেনিয়া এবং আজারবাইজান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক পৃথক আলোচনায় একথা বলেন তিনি।
আজারবাইজান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী আলমার মাম্মাদিয়ারভ এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব মোনাতসাকানিয়ান বুধবার (৮ এপ্রিল) দুপুরে ড. জারিপের সঙ্গে পৃথক পৃথকভাবে টেলিফোনে আলাপ করেন। আলাপকালে উভয়েই করোনাভাইরাস মোকাবেলায় ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেন। টেলিফোন সংলাপে ড. জারিফও করোনাভাইরাস মোকাবেলায় ইরানের অভিজ্ঞতা বিনিময় করার প্রস্তুতির কথা জানান।
২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস থেকে সৃষ্ট করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের বাইরেও সমগ্রবিশ্বে এ রোগ ছড়িয়ে পড়েছে।
এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৫ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং তিন লাখ আট হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সূত্র : পার্সটুডে।