করোনায় সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু

ফাইল ছবি

ব্যাংক

করোনায় সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মে, ২০২০

নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরেক কর্মকর্তা মারা গেছেন।

আজ বুধবার সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ব্যাংক কর্মকর্তার নাম আবু সাঈদ। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়ে ও বাবাকে রেখে গেছেন।

এ পর্যন্ত দুই ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা দুইজনই তারা দুজনই সিটি ব্যাংকে কর্মরত ছিলেন। গত ২৬ এপ্রিল মুজতবা শাহরিয়ার নামে ব্যাংকটির মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads